Posts in this series
- Windows server টিউটোরিয়াল সমূহ
- Windows server Bangla-02 : Windows Server ইনস্টলেশন
- Windows server Bangla-03:Active directory কনফিগারেশন
- Windows server Bangla-04 : DNS সেটআপ
- Windows server Bangla-05 : Map drive তৈরি করার পদ্ধতি
- Windows server Bangla-06 : Hyper-V কনফিগারেশন
- Windows server Bangla-07 : File server কনফিগারেশন
DNS
DNS হলো Domain Name System . DNS দুইটি zone আছে। zone গুলো হলো
Forward zone
reverse zone.
forward zones যে কাজটি করে থাকে তা হলো name কে IP তে কনফিগার করে থাকে আর reverse zones যে কাজটি করে থাকে তা হলো IP কে name তে কনফিগার করে থাকে।
windows server 2012 এ forward zones কনফিগার করে থাকে । এখানে আমরা দেখবো কিভাবে reverse zones কনফিগার করতে হয় ।
reverse zones কনফিগার করার জন্য যে ধাপগুলো সর্ম্পূন করতে হবে তা হলো,
প্রথমে Server manager এর Tools থেকে DNS এ ক্লিক করতে হবে
তারপর Reverse Lookup Zones সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করতে হবে।
একটি pop up menu আসবে সেখান থেকে New Zone এ ক্লিক করতে হবে।
New Zone Wizard আসবে, ক্লিক Next.
Primary zone radio buttonসিলেক্ট করতে হবে।
সিলেক্ট To all DNS server running on domain controllers in the domail: titas.com. তারপর next options এ ক্লিক করতে হবে।
সিলেক্ট IP Version তারপর Next এ ক্লিক করতে হবে।
আরেকটি ডায়লগ বক্স ওপেন হবে সেখান থেকে Network ID radio button সিলৈক্ট করতে হবে।
Dynamic Update window থেকে allow only secure domain সিলেক্ট করে Next এ ক্লিক করতে হবে।
সবশেষে ক্লিক Finish.
2 Comments. Leave new
Thanks for provide this essential tips.
Thanks