Posts in this series
- Windows server টিউটোরিয়াল সমূহ
- Windows server Bangla-02 : Windows Server ইনস্টলেশন
- Windows server Bangla-03:Active directory কনফিগারেশন
- Windows server Bangla-04 : DNS সেটআপ
- Windows server Bangla-05 : Map drive তৈরি করার পদ্ধতি
- Windows server Bangla-06 : Hyper-V কনফিগারেশন
- Windows server Bangla-07 : File server কনফিগারেশন
Active directory ইনস্টল করার পূর্বে যে বিষয়গুলো ঠিক করতে হবে
1. local time zone সেট করতে হবে।
2. IP address সেট করতে হবে।
3. DNS ( Like -127.0.0.1) দিতে পারেন
4. firewall বন্ধ করে নিতে পারেন।
5. Computer name পরিবর্তন করে নিতে পারেন
তারপর active directory installing শুরু করতে হবে
——————————————————–
চলেন দেখি কিভাবে active directory ইনস্টল করতে হয় windows server 2012 এ
প্রথমে Server Manager থেকে Add roles and features এ ক্লিক করতে হবে
Role-based or feature-based installation সিলেক্ট করে করে Next এ ক্লিক করতে হবে।
“Select a server from the server pool” এ ক্লিক করে next এ ক্লিক করতে হবে।
Active Directory Domain Services চেক করে next এ ক্লিক করতে হবে।
Install এ ক্লিক করত হবে।
Installation শেষ হলে Close এ ক্লিক করতে হবে।
সিলেক্ট Promote this server to a domain controller
সিলেক্ট Add a new forest. এবং সেট Root doamin name তারপর next এ ক্লিক করতে হবে।
password দিয়ে next এ ক্লিক করতে হবে।
NetBIOS dialog box আসবে ক্লিক next এবং ক্লিক install এবং কিছুক্ষন অপেক্ষার পর ইনস্টলেশন শেষ হবে।