Posts in this series
- Mikrotik টিউটোরিয়াল সমূহ
- Mikrotik Bangla : Lecture-01 : মাইক্রোটিক কনফিগারেশন
- Mikrotik Bangla : Lecture-02: গেইটওয়ে হিসেবে মাইক্রোটিক সেটআপ করার পদ্ধতি
- Mikrotik Bangla : Lecture-03: Queqe তৈরি করার পদ্ধতি
- Mikrotik Bangla : Lecture-04: DHCP সাভার্র কনফিগার করা
- Mikrotik Bangla : Lecture-05: Bandwidth Control by Mikrotik
- Mikrotik Bangla : Lecture-06: মাইক্রোটিক দ্বারা Web Proxy কনফিগারেশন
- Mikrotik Bangla : Lecture-07:Mikrotik রাউটার Backup এবং Restore করার পদ্ধতি
- Mikrotik Bangla : Lecture-08:Mikrotik দ্বারা Hotspot সেটআপ করার পদ্ধতি
- Mikrotik Bangla : Lecture-09: Mikrotik এ Login user তৈরি করার পদ্ধতি
- Mikrotik Bangla : Lecture-10: Mikrotik Router এর পাসওয়ার্ড রিকভার করার পদ্ধতি
- Mikrotik Bangla : Lecture-11: Mikrotik Router এ টানেলিং কনফিগার করার পদ্ধতি(Site to site IPSec VPN Tunnel)
Mikrotik রাউটার Backup এবং Restore করার পদ্ধতি
রাউটার এর কনফিগারেশন ফাইলগুলো Backup নেওয়টা খুবেই প্রয়োজনীয় । কারণ কখনও যদি রাউটার ম্যাল ফাংশন করা শুরু করে তাহলে ব্যাকআপ ফাইল দিয়ে খুব মহজেই রিস্টোর করা যায়। মাইক্রোটিক রাউটার এ মজার বিষয় হলো Backup এবং Restore ফিচার ‘system’ package এ বিল্ট ইন রয়েছে।
চলেন দেখি কিভাবে মাইক্রোটিক রাউটার এ ব্যাকআপ এবং রিস্টোর করা যায় দেখি
মাইক্রোটিক রাউটার এ Backup নেওয়ার পদ্ধতি
ধাপ-০১ : প্রথমে winbox এ লগিন করতে হবে।
ধাপ-০২ : menu থেকে files এ click করতে হবে।
ধাপ-০৩ : Backup অপশনে click করতে হবে।
ধাপ-০৪ : একটি directory তে ফাইলটি
মাইক্রোটিক রাউটার এ Restore করার পদ্ধতি
ধাপ-০১ : প্রথমে winbox এ লগিন করতে হবে।
ধাপ-০২ : menu থেকে files এ click করতে হবে।
ধাপ-০৩ : ব্যাকআপ ফাইলটি Drag করে files অপশনে drop করতে হবে।
ধাপ-০৪ : সবশেষে ফাইলটি সিলেক্ট করে Restore অপশনে click করতে হবে।
রাউটার Reboot নিয়ে আগের মতো কাজ করা শুরু করবে। সবার জন্য শুভ কামনা থাকল।