Posts in this series
- Mikrotik টিউটোরিয়াল সমূহ
- Mikrotik Bangla : Lecture-01 : মাইক্রোটিক কনফিগারেশন
- Mikrotik Bangla : Lecture-02: গেইটওয়ে হিসেবে মাইক্রোটিক সেটআপ করার পদ্ধতি
- Mikrotik Bangla : Lecture-03: Queqe তৈরি করার পদ্ধতি
- Mikrotik Bangla : Lecture-04: DHCP সাভার্র কনফিগার করা
- Mikrotik Bangla : Lecture-05: Bandwidth Control by Mikrotik
- Mikrotik Bangla : Lecture-06: মাইক্রোটিক দ্বারা Web Proxy কনফিগারেশন
- Mikrotik Bangla : Lecture-07:Mikrotik রাউটার Backup এবং Restore করার পদ্ধতি
- Mikrotik Bangla : Lecture-08:Mikrotik দ্বারা Hotspot সেটআপ করার পদ্ধতি
- Mikrotik Bangla : Lecture-09: Mikrotik এ Login user তৈরি করার পদ্ধতি
- Mikrotik Bangla : Lecture-10: Mikrotik Router এর পাসওয়ার্ড রিকভার করার পদ্ধতি
- Mikrotik Bangla : Lecture-11: Mikrotik Router এ টানেলিং কনফিগার করার পদ্ধতি(Site to site IPSec VPN Tunnel)
মাইক্রোটিক এ Web Proxy কনফিগারেশন
প্রথমে জানার চেষ্টার করি Web Proxy কি?
সাধারণত Proxy server অবস্থান করে ইউজার এবং ডেস্টিনেশন সার্ভার এর মধ্যে। Proxy server হলো একজন ইউজার একটি ওয়েবসাইটে যখন ভিজিট করার জন্য রিকোয়েস্ট করে তখন সরাসরি ইন্টারনেট পোর্টে না পাঠিয়ে অন্য একটি পোর্টে ট্রান্সফার করে । অথার্ৎ কিছু ওয়েব সাইট আছে যে গুলো খুব বেশি ব্রাউজ করা হয় । এ ধরনের ওয়েবসাইটগুলোকে লোকালি কপি করে রাখে ফলে যখন ইউজার এ ধরনের সাইটগুলো ব্রাউজ করতে চায় তখন ইউজারদেরকে ইন্টারনেটে যেতে না দিয়ে প্রক্সি সার্ভারে রিডাইরেক্ট করে দেয়।
চলেন দেখি Web Proxy কিভাবে কনফিগার করতে হয়
ধাপ-০১ : Winbox এ লগিন করে । IP থেকে Web Proxy তে ক্লিক করতে হবে। এবং Web Proxy কে Enable করতে হবে।
ধাপ-০২ : IP>Firewal>NAT>”+” এ ক্লিক করতে হবে। General থেকে
Chain= dstnat
Protocol= tcp
Dst. Port=80
সিলেক্ট করতে হবে। এবং Action ট্যাব থেকে
Action=redirect
To-ports=8080
সিলেক্ট করতে হবে। এবং apply করে Ok করতে হবে ।
আমরা আরেকটি বিয়ষ দেখবো কিভাবে web proxy এর মাধ্যমে কোন সাইটকে ইউজারদের জন্য Allow এবং Deny করা যায়।
ধাপ-০১ :প্রথমে IP> web proxy> Access এ ক্লিক করতে হবে।
ধাপ-০২ : একটি ডায়লগ বক্স আসবে সেখান থেকে “+” ক্লিক করতে হবে। যে এড্রেসটি আপনি Deny করতে চান তা Dst. Host দিয়ে Action থেকে deny সিলেক্ট করে OK ক্লিক করতে হবে।