Posts in this series
- Mikrotik টিউটোরিয়াল সমূহ
- Mikrotik Bangla : Lecture-01 : মাইক্রোটিক কনফিগারেশন
- Mikrotik Bangla : Lecture-02: গেইটওয়ে হিসেবে মাইক্রোটিক সেটআপ করার পদ্ধতি
- Mikrotik Bangla : Lecture-03: Queqe তৈরি করার পদ্ধতি
- Mikrotik Bangla : Lecture-04: DHCP সাভার্র কনফিগার করা
- Mikrotik Bangla : Lecture-05: Bandwidth Control by Mikrotik
- Mikrotik Bangla : Lecture-06: মাইক্রোটিক দ্বারা Web Proxy কনফিগারেশন
- Mikrotik Bangla : Lecture-07:Mikrotik রাউটার Backup এবং Restore করার পদ্ধতি
- Mikrotik Bangla : Lecture-08:Mikrotik দ্বারা Hotspot সেটআপ করার পদ্ধতি
- Mikrotik Bangla : Lecture-09: Mikrotik এ Login user তৈরি করার পদ্ধতি
- Mikrotik Bangla : Lecture-10: Mikrotik Router এর পাসওয়ার্ড রিকভার করার পদ্ধতি
- Mikrotik Bangla : Lecture-11: Mikrotik Router এ টানেলিং কনফিগার করার পদ্ধতি(Site to site IPSec VPN Tunnel)
‘বড় বাপের পোলায় খায়, ঠোংগা ভইরা লইয়া যায়’। রমজান মানেই চকবাজারের ইফতারি। এখন সবচেয়ে Hotspot কোন যায়গা এক কথায় বলা যায় চকবাজার। কারণ চকবাজারে একটি বিশেষত্ব হচ্ছে বিভিন্ন ধরনের ইফতারি। সবাই চকবাজারে যাওয়ার উদ্দেশ্য হলো ইফতারি খাওয়া।
ঠিক তেমনি আপনি যদি আপনার এরিয়াকে Hotspot বানাতে চান তাহলে আপনি কি ইফতারি দোকান দিয়ে বসবেন। না আপনাকে এমন কিছু করতে হবে না আপনাকে যে কাজটি করতে তা হলো Hotspot কনফিগার করে সবাইকে ইন্টারনেট সুবিধা প্রদান করা । এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে Hotspot কনফিগার করতে পারি ? আমরা অনেক ভাবেই কনফিগার করতে পারি কিন্তু আজকে যেহেতু মাইক্রোটিক রাউটার নিয়ে আলোচনা করব সেহেতু মাইক্রোটিক রাউটারে কিভাবে Hopspot কনফিগার করা যায় এবং ইউজারদের ইন্টারনেট সুবিধা প্রদান করা যায়।
প্রথমে মাইক্রোটিকে Hopspot কনফিগার করি
HotSpot সেটআপ করার পদ্ধতি
প্রথমে /ip hotspot> setup
সিলেক্ট ইন্টারফেস যে ইন্টারফেসে HotSpot রান হবে interface: ether1
লোকাল ইন্টারফেস এর জন্য এ্যাড্রেস সিলেক্ট করতে হবে : 192.168.1.1/24
masquerade network: yes
HotSpot addresses এর একটি address pool তৈরি করতে হবে। যেমন: ১৯২.১৬৮.১.৩০-১৯২.১৬৮.১.৪০
সিলেক্ট hotspot SSL certificate – certificate: none
সিলেক্ট SMTP server ip address- smtp server: 0.0.0.0
সিলেক্ট DNS configuration – dns servers: 203.191.33.3
203.191.33.5
সেট local hotspot server এর dns name: myhotspot
একটি লোকাল hotspot user name তৈরি করি – hotspot user: admin
user এর password :১২৩
এখন ক্লায়ন্ট পিসির ব্রাউজার এ গিয়ে সাইট সার্চ করলেই Hotspot এর লগিন স্ক্রিন চলে আসবে সেখানে ইউজার নাম আর পাসওয়ার্ড দিয়ে লগিন করতে হবে।
সবার জন্য শুভ কামনা!