Posts in this series
- Mikrotik টিউটোরিয়াল সমূহ
- Mikrotik Bangla : Lecture-01 : মাইক্রোটিক কনফিগারেশন
- Mikrotik Bangla : Lecture-02: গেইটওয়ে হিসেবে মাইক্রোটিক সেটআপ করার পদ্ধতি
- Mikrotik Bangla : Lecture-03: Queqe তৈরি করার পদ্ধতি
- Mikrotik Bangla : Lecture-04: DHCP সাভার্র কনফিগার করা
- Mikrotik Bangla : Lecture-05: Bandwidth Control by Mikrotik
- Mikrotik Bangla : Lecture-06: মাইক্রোটিক দ্বারা Web Proxy কনফিগারেশন
- Mikrotik Bangla : Lecture-07:Mikrotik রাউটার Backup এবং Restore করার পদ্ধতি
- Mikrotik Bangla : Lecture-08:Mikrotik দ্বারা Hotspot সেটআপ করার পদ্ধতি
- Mikrotik Bangla : Lecture-09: Mikrotik এ Login user তৈরি করার পদ্ধতি
- Mikrotik Bangla : Lecture-10: Mikrotik Router এর পাসওয়ার্ড রিকভার করার পদ্ধতি
- Mikrotik Bangla : Lecture-11: Mikrotik Router এ টানেলিং কনফিগার করার পদ্ধতি(Site to site IPSec VPN Tunnel)
আপনি আইটি অফিসার হিসেবে একটি কম্পানিতে জয়েন করলেন এবং জয়েনিং এর প্রথম দিনেই আপনার বস আপনাকে একটি মাইক্রোটিক রাউটার দিয়ে বলল ISP আমাদেরকে এই ২০০.২০.২০.২/৩০ নেটওয়ার্কটি দিল এবং ISP তাদের সাইডে এসাইন করল ২০০.২০.২০.১। আর আমাদের লোকাল নেটওয়ার্ক হলো ১৯২.১৬৮.১.০/২৪ । এখন আপনি রাউটারটি কনফিগার করেন ।
চলেন দেখি কিভাবে এই কাজটি সর্ম্পূণ করব তা জানার চেষ্টা করি ।
ধাপ-১ : প্রথমেই লোকাল ইন্টারফেস এ লোকাল আইপি এসাইন করতে হবে ।
LAN IP assign command line:
[admin@MikroTik] > ip address add address=192.168.1.1/24 interface=ether1 disabled=no comment=lan
ধাপ-২ : ওয়ান ইন্টারফেস এ ওয়ান আইপি এসাইন করতে হবে।
WAN IP assign command line:
[admin@MikroTik] > ip address add address=200.20.20.2/30 interface=ether2 disabled=no comment=wan
ধাপ-৩ : গেইটওয়ে আইপি এসাইন করতে হবে।
Gateway IP command line:
[admin@MikroTik] /ip route> add gateway=200.20.20.1 comment=Gateway
ধাপ-৪ : পরবর্তীতে নেট কনফিগার করতে হবে।
NAT configuration command line:
[admin@MikroTik] /ip firewall nat> add chain=srcnat src-address=192.168.1.0/24 out-interface=ether2 action=masquerade comment=nat
ধাপ-৫ : সবশেষে DNS কনফিগার করতে হবে
[admin@MikroTik] /ip dns> static add address=4.2.2.2
কনফিগারেশন শেষ।
পরিশেষে winbox এর মাধ্যমে লগইন করে যেকোন কনফিগার করতে পারবেন।
সবার জন্য শুভ কামনা ।