Posts in this series
- Microsoft Dynamics CRM বাংলা টিউটোরিয়াল
- Microsoft Dynamics CRM বাংলা টিউটোরিয়াল-01: How to create login user
- Microsoft Dynamics CRM বাংলা টিউটোরিয়াল-02: How to assign roles for users in dynamics crm
- Microsoft Dynamics CRM Tutorial-03: How to create a lead?
- Microsoft Dynamics CRM Tutorial-04:How to add new contact?
- Microsoft Dynamics CRM Tutorial-05:How to add a new opportunity?
- Microsoft Dynamics CRM Tutorial-06:How to add a new task?
- Microsoft Dynamics CRM Tutorial-07:How to set an appointment?
- Microsoft Dynamics CRM Tutorial-08:How to print from CRM?
Microsoft Dynamics CRM এ কোন ইউজারকে নির্দিষ্ট কোন রুল দেওয়ার জন্য আমাদেরকে যে কাজগুলো করতে হবে তাহলো,
ধাপ-০১: Dynamics এ লগিন করার সাথে সাথে মেনু বারে এডমিনিস্ট্রেশন একটি অপশন রয়েছে। সেখানে ক্লিক করতে হবে।
ধাপ-০২: সেখান security থেকে Users এ ক্লিক করতে হবে।
ধাপ-০৩: যে Users কে রুল দিতে চাই সেই ইউজার ওপেন করে Assign roles এ ক্লিক করতে হবে। সেখানে অনেকগুলো রুল রয়েছে, যে রুলটি দিতে চাই সেই রুল সিলেক্ট করে apply করতে হবে।