Posts in this series
- Windows server টিউটোরিয়াল সমূহ
- Windows server Bangla-02 : Windows Server ইনস্টলেশন
- Windows server Bangla-03:Active directory কনফিগারেশন
- Windows server Bangla-04 : DNS সেটআপ
- Windows server Bangla-05 : Map drive তৈরি করার পদ্ধতি
- Windows server Bangla-06 : Hyper-V কনফিগারেশন
- Windows server Bangla-07 : File server কনফিগারেশন
ধাপ-০১: উইন্ডোজ সার্ভারের Server manager ওপেন করতে হবে।
ধাপ-০২: Files service এ ক্লিক করতে হবে।
ধাপ-০৩: New share এ ক্লিক করতে হবে।
ধাপ-০৪: যে ড্রাইব অর ফোল্ডারটি শেয়ার করতে চান সেই লকেশনটি সিলেক্ট করে দিতে হবে।