Posts in this series
- Linux Bangla – লেকচার-02: How to break root password in Redhat 7 linux?
- Linux Bangla – লেকচার-01: how to install redhat linux 7
- Linux টিউটোরিয়াল সমূহ
- Linux
পরিচিত এক ভাই এর কাছ থেকে শোনা।
কিছুদিন আগে, মাইক্রোসফট একটি ইভেন্ট করে । সেখান যারা আইটিতে জব করে তাদেরকে আমন্ত্রন করা হয় । খাওয়া দাওয়া নাকি ভালই হয়েছিল, সাথে কিছু গিফট এ দেয় মাইক্রোসফট কিন্তু মজার বিষয় হলো- মাইক্রোসফট এর ম্যানেজমেন্ট নাকি সবার কাছ থেকে কম্পানির ভিজিটিং কার্ড সংগ্রহ করেছিল। পরবর্তীতে চলে খেলা, মাইক্রেসফট এর ম্যানেজমেন্ট কিছু কিছু অফিসে যাওয়া আসা শুরু করে আর জিজ্ঞাস করে ভাই আপনারা কয়টা লাইসেন্স সফটওয়্যার ব্যবহার করেন!!এবার লও টেলা, সবাই তো শুনে অভাগ, খাওয়া দাওয়া করে একি বিপদ!!!
তাই ভাই, এ ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য চলেন ব্যবহার করা শুরু করি লিনাক্স। ঝামেলাই না গিয়ে ফ্রি অপরেটিং সিস্টেম লিনাক্স ব্যবহার করাই উত্তম।
তাহলে চলেন লিনাক্স সম্পর্কে একটু ধারনা নেওয়ার চেষ্টা করি-
আসলে Linux কি?
আমি আগেই বললাম লিনাক্স হলো একটি ফ্রি অপারেটিং সিস্টেম। যার সোর্স কোড ওপেন । আপনি যদি মনে করেন সোর্স কোড পরিবতর্ন করবেন তাহলে খুব সহজেই ইহা পরিবতর্ন করতে পারেন।
লিনাক্সের ইতিহাস যদি একটু দেখি-
Linux ১৯৯১ সালে Linus Torvalds নামে একজন তৈরি করেন ।
এখন কথা হলো, আপনি কেন Windows এর পরিবর্তে Linux কেন ব্যবহার করবেন?
মনে করি, আমাদের একটা মেইল সার্ভার তৈরি করতে হবে, তাহলে
আমরা RHEL ( Redhat Enterprise Linux)-7 নিয়ে আলোচনা করব-
তার আগে আমরা এই কোর্স এবং পরীক্ষার সময় সূচী নিয়ে একটু আলোচনা করি
RHEL ( Redhat Enterprise Linux)-7
Course- RHCSA
Module- SA1 & SA2
Course code- RH124 & RH134
Marks-300
Passing mark-210
Time -2.5hours
—————-
Course- RHCE
Module- SA3
Course code- RH254
Marks-300
Passing mark-210
Time-3.5 hours
এই পরীক্ষায় পাশ করার জন্য আমাদেরকে যে বিষয়গুলো জানতে হবে তাহলো-
১) লিনাক্স ইনস্টলেশন প্রসেস
২) লিনাক্স ফাইল সিস্টেম ম্যানেজমেন্ট
৩) কমান্ড লাইনে কাজ করা
৪) বিভিন্ন এডিটর এর ব্যবহার
৫) লিনাক্স এ নেটওয়ার্কিং
৬) প্রিন্টার কনফিগার করা
৭) বিভিন্ন প্রসেস ম্যানেজমেন্ট
৮) ইউজার এবং গ্রুপ অ্যাডমিনিস্ট্রেশন
৯) প্যাকেজ ম্যানেজমেন্ট
১০) রিস্টার এবং ব্যাকআপ ফাইল সিস্টেম
১১) ভার্চুলাইজেশন
১২) বিভিন্ন সার্ভার কনফিগার করা( DNS server, DHCP,FTP, Mail server, LDAP)
১৩) মনিটরিং প্রসেস
১৪) সিস্টেম লগ ম্যানেজমেন্ট
১৫) সিস্টেম সিকিউরিটি ম্যানেজমেন্ট
১৬) সফটওয়্যার ম্যানেজমেন্ট
সৃষ্টিকর্তা সহায় হলে সবগুলো ভিডিও টিউটিারিয়াল এখানে পাবলিশ করা হবে ।
Best wishes
(y)
আজকে আমরা লিনাক্স ইনস্টলেশন প্রসেস এর ভিডিওটি দেখবো 🙂