Posts in this series
- IELTS টিউটোরিয়াল সমূহ
- IELTS বাংলা টিউটোরিয়াল : Writing
- IELTS বাংলা টিউটোরিয়াল : Listening
- IELTS বাংলা টিউটোরিয়াল : Speaking
- IELTS বাংলা টিউটোরিয়াল : Reading
IELTS Speaking টেস্টে কিছু টিপস ফলো করলে আমরা সহজেই ভাল স্কোর করতে পারি। চলেন বেসিক কিছু টিপস জানার চেষ্টা করি । IELTS Speaking টেস্টের দিন বাসা থেকে যদি শুরু করি, তাহলে যে কাজগুলো করতে হবে
Be formal:
Be formal বলতে বোঝানো হচ্ছে আমরা যখন কোন জব ইন্টারভিউ দেওয়ার জন্য যাই তখন কিন্তু ফরমাল ড্রেস পরিধান করে যাই । স্পীকিং পরীক্ষাকেও আমাদের এই রকম জব ইন্টারভিউ মনে করতে হবে।অথার্ৎ ফরমাল ড্রেস পরিধান করে উপস্থিত হতে হবে।
Speaking পরীক্ষায় যখন রুমে প্রবেশ করার সময় অবশ্যই বলবেন, May I come in Sir/Madam?
রুমে প্রবেশ করে অবশ্যই সময় অনুযায়ী বলতে পারেন, Good morning/ good noon/ good afternoon
আপনাকে চেয়ারে বসতে বলার সাথে সাথে বলুন Thank you sir/Madam
Full answer
Full answer বলতে বোঝানো হচ্ছে,আপনাকে যদি পরীক্ষক প্রশ্ন করে,Where you from?
কখনেই এক কথায় বলার দরকার নাই Dhaka.
আপনি বলতে পারেন I am from Dhaka. Dhaka is the capital city of Bangladesh.
Ask a question
কোন প্রশ্ন না বুঝতে পারলে কখনো What? এভাবে বলবেন না , আপনি জিজ্ঞাস করতে পারেন ।
Would you repeat please?
Maintain good posture
Maintain good posture বলতে বোঝানো হয়েছে, কখনোই nervous অনুভব করবেন না অথবা boring অনুভব করবেন না। সবসময় এমন একটা ভাব নিবেন যে আপনি ইংরেজি বলতে এবং শুনতে উভয়েই ভালবাসেন। (Keep smile)
Keep a steady pace
Keep a steady pace হলো আপনি অনেক কিছু জানেন প্রকাশ করার জন্য খুব দ্রুত কিছু বলার দরকার নাই আবার কিছু পারেন না তাই আস্তে আস্তে বলার দরকার নেই, যতটুকু পারেন সুন্দরভাবে স্পষ্টভাবে বলার চেষ্টা করুন।
Be polite
IELTS speaking পরীক্ষায় আপনাকে একটি কার্ড দেওয়া হবে। যেখানে কিছু প্রশ্ন থাকে যেগুলো আপনাকে বর্ণনা করতে হবে তাই আপনি কিছু তথ্য লিখে রাখার জন্য পরীক্ষক আপনাকে একটি কাগজ এবং কলম দিবে। এমন যদি হয় আপনাকে কাগজ দিল কিন্তু পেন দিতে ভুলে গেছেন, তাহলে কখনো এভাবে বলার দরকার নাই যে, give me a pen
আপনি বলতে পারেন , Please give me a pen. অবশ্যই Please দিয়ে শুরু করবেন।
At the end
ইন্টারভিউ শেষ করে রুম থেকে বাহির হওয়ার সময় বলবেন
Bye
যদি দেখেন আপনি যে দরজা দিয়ে বের হবেন সেই দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে তখন ধাক্কা দিয়ে বের না হয়ে বলতে পারেন, Excuse me
এই বিষয়গুলো আপনারা সবাই জানেন জাস্ট একটু মনে করিয়ে দেওয়া । শুধু IELTS exam এর জন্যই নয় আমাদের দৈনন্দিন জীবনেও আমরা এগুলো ব্যবহার করতে পারি।
2 Comments. Leave new
like this
this is good