Posts in this series
- CCNA টিউটোরিয়াল সমূহ
- CCNA Bangla-০১ : বেসিক নেটওয়ার্কিং
- CCNA Bangla-০২ : ওএসআই মডেল
- CCNA Bangla-০৩ : টিসিপি/আইপি
- CCNA Bangla -০৪ : ক্লাস-সি সাবনেটিং
- CCNA Bangla -০৫ : ক্লাস-বি সাবনেটিং
- CCNA Bangla -০৬ : ক্লাস-এ সাবনেটিং
- CCNA Bangla -০৭ : VLSM
- CCNA Bangla – লেকচার ৮ : বেসিক রাউটিং
- CCNA Bangla – লেকচার ৯ – স্ট্যাটিক রাউটিং
- CCNA Bangla – লেকচার ১০ : ডায়নামিক রাউটিং(EIGRP)
- CCNA Bangla – লেকচার ১১ – ডায়নামিক রাউটিং(OSPF)
- CCNA Bangla – লেকচার ১২ : সুইচিং বেসিক ধারণা এবং VLAN কনফিগারেশন
- CCNA Bangla – লেকচার ১৩: একসেস কন্ট্রোল লিস্ট (ACL)
- CCNA Bangla – লেকচার ১৪ : NAT
- CCNA Bangla – লেকচার ১৫ : IPv6
- CCNA Bangla – লেকচার ১৬ : WAN
- CCNA Bangla – লেকচার ১৭ : (HSRP,VRRP, GLBP)
ক্লাস-এ সাবনেটিং
আমার এক বন্ধু পড়াশোনা শেষ করতে না করতেই সে একটি মাল্টিন্যাশনাল কম্পানিতে জব পায়। তখন অবশ্যই আমাদের বন্ধুদের মাঝে অন্য কেউ জবে জয়েন করে নাই । আর আমার এই বন্ধু বেতন পাইত ২৫ অথবা ২৬ তারিখের দিকে । তাই মাস শেষে আমাদের যখন টানাপোড়ন চলত তখন এই বন্ধুর চলত শপিং আর শপিং। তারপরও আমরা ওকে নিয়ে খুব মজা করতাম কারণ ও আসলে খুব কম কথা বলত এবং সবসময় একা থাকার চেষ্টা করত। একদিন আমি এই বন্ধুটিকে জিজ্ঞাস করলাম তুইতো আইটিতে জয়েন করেছিস তো আইটির কাজ তুই কিছু পারিস! ওতো রেগে গিয়ে বলে উঠল কাজ না পারলে কি আমার চেহারা দেখে জব দিছে! আমি মনে মনে ভাবলাম পাগলা কেঁপেছে এখন কিছু জানা যাবে। তাই সাথে সাথে সরি বলে বললাম তাই তো কাজ না জানলে জব হইল কিভাবে এবং সাথে সাথে জিজ্ঞাস করলাম তোদের অফিসে কোন ক্লাসের আইপি ব্যবহার করে সাথে সাথে বলে উঠল ক্লাস-এ। আবার প্রশ্ন করলাম ক্লাস এ কেন? কিছুটা জ্ঞানী ভাব নিয়ে বলল আরে তুই জানিস না আমাদের ক্লাস এ ব্যবহার করার উদ্দেশ্য হলো আমাদের নেটওয়ার্ক সংখ্যা কম কিন্তু হোস্ট এর সংখ্যা বেশি । এ থেকেই বুঝতে পারি যে যদি নেটওয়ার্ক আইডি এর সংখ্যা কম আর হোস্ট আইডির সংখ্যা বেশি প্রয়োজন হয় তাহলে আমরা ক্লাস-এ এর আইপি সিলেক্ট করব। এছাড়াও,
ক্লাস এ নেটএয়ার্কে প্রথম ৮বিট ব্যবহার করা হয় নেটওয়ার্ক পরবর্তী ২৪বিট ব্যবহার করা হয় হোস্ট বিট হিসেবে। সুতরাং বোঝাfই যাচ্ছে যে ক্লাস-এ সিলেক্ট করলে নেটওয়ার্কের প্রায় তিনগুন এড্রেস হোস্ট এড্রেস হিসেবে ব্যবহার করা যাবে। আর ক্লাস-এর ডিফল্ট মাস্ক হলো ২৫৫.০.০.০।
চলুন ক্লাস এ এর ক্ষেত্রে একটি (১)বিট অন করে সাবনেটিং করি।
১০.০.০.০/৯
২৫৫.১২৮.০.০
নেটওয়ার্ক সংখ্যা=২^১ =২
হোস্টের সংখ্যা= ২^২৩-২= ৮৩৩৮৬০৬
সাবনেট আইডি =২৫৬-১২৮=১২৮
নেটওয়ার্ক-১= ১০.০.০.০
প্রথম হোস্ট =১০.০.০.১
১০.০.০.১
১০.০.০.৩
শেষ হোস্ট= ১০.১২৭.২৫৫.২৫৪
ব্রডকাস্ট এড্রেস=১০.১২৭.২৫৫.২৫৫
——————–
নেটওয়ার্ক-২= ১০.১২৮.০.০
প্রথম হোস্ট= ১০.১২৮.০.১
১০.১২৮.০.২
১০.১২৮.০.৩
শেষ হোস্ট= ১০.২৫৫.২৫৫.২৫৪
ব্রডকাস্ট এড্রেস= ১০.২৫৫.২৫৫.২৫৫
===================================
একইভাবে আবার ক্লাস বি এর ক্ষেত্রে দুইটি(২) বিট অন করে সাবনেটিং করি।
১০.০.০.০/১০
২৫৫.১৯২.০.০
নেটওয়ার্ক সংখ্যা=২^২ =৪
হোস্টের সংখ্যা= ২^২২-২= ৪১৯৪৩০২
সাবনেট আইডি =২৫৬-১৯২=৬৪
——————–
নেটওয়ার্ক-১= ১০.০.০.০
প্রথম হোস্ট =১০.০.০.১
১০.০.০.১
১০.০.০.৩
শেষ হোস্ট= ১০.৬৩.২৫৫.২৫৪
ব্রডকাস্ট এড্রেস=১০.৬৩.২৫৫.২৫৫
——————–
নেটওয়ার্ক-২= ১০.৬৪.০.০
প্রথম হোস্ট= ১০.৬৪.০.১
১০.৬৪.০.২
১০.৬৪.০.৩
শেষ হোস্ট= ১০.১২৭.২৫৫.২৫৪
ব্রডকাস্ট এড্রেস= ১০.১২৭.২৫৫.২৫৫
————————–
নেটওয়ার্ক-৩= ১০.১২৮.০.০
প্রথম হোস্ট =১০.১২৮.০.১
১০.১২৮.০.২
১০.১২৮.০.৩
শেষ হোস্ট= ১০.১৯১.২৫৫.২৫৪
ব্রডকাস্ট এড্রেস=১০.১৯১.২৫৫.২৫৫
নেটওয়ার্ক-৪-= ১০.১৯২.০.০
প্রথম হোস্ট= ১০.১৯২.০.১
১০.১৯২.০.২
১০.১৯২.০.৩
শেষ হোস্ট= ১০.২৫৫.২৫৫.২৫৪
ব্রডকাস্ট এড্রেস= ১০.২৫৫.২৫৫.২৫৫
===================================
পরীক্ষায় যে ধরনের প্রশ্ন থাকে……
১০.০.০.০/৮ প্রত্যেক সাবনেট এ কমপক্ষে ৫০০০ হোস্ট থাকবে।
প্রশ্ন: কতগুলো বিট অন করতে হবে ৫০০০ হোস্ট তৈরি করার জন্য?
উত্তর:
২^১২=৪০৯৬-২=৪০৯৪
২^১৩=৮১৯২-২=৮১৯০
অর্থাৎ ১৩ বিট অন করলে আমাদের প্রয়োজন সম্পূর্ন হবে।
প্রশ্ন : তাহলে নতুন সাবনেট কত হবে?
উত্তর :
ক্লাস এর ডিফল্ট সাবনেট যেহেতু ২৫৫.০.০.০ এবং আরও ১৩বিট অন করা হয়েছে তাহলে (৩২-১৩)=১৯বিট। তাহলে ১৯বিট অন করলে আসে প্রথম ৮বিটের জন্য ২৫৫. পরবর্তী ৮বিটের জন্য ২৫৫ তাহলে বাকী তাকে ৩বিট। ৩বিটের মান হলো ২২৪. সুতরাং সাবনেট মাস্ক হলো
২৫৫.২৫৫.২২৪.০
এই তথ্যগুলো পেয়েছি আমরা আগে যে ধারাটি শিখেছিলাম সেটি থেকে
১২৮-১৯২-২২৪-২৪০-২৪৮-২৫২-২৫৪-২৫৫
১—২—৩—৪—৫—৬—৭—৮
উত্তর : ব্লক সাইজ কত?
২৫৬-২২৪
=৩২
প্রশ্ন : ৫তম নেটওয়ার্কটি কি?
১০.০.০.০
১০.০.৩২.০
১০.০.৬৪.০
১০.০.৯৬.০
১০.০.১২৮.০
আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের পরবর্তী টিউটোরিয়াল VLSM। আর আগের লেকচারগুলা দেখতে হলে নিচের লিংক ধরে কোর্সের মূল পাতায় যান।
2 Comments. Leave new
Very Helpful
Thanks
যেহেতু ১৩ টি বিট অন করা হয়েছে অর্থাৎ ১০.০.০.০/১৩ হলে সাবনেট মাস্ক হবে ২৫৫.২৪৮.০.০
ডিফল্ট সাবনেট মাস্ক ২৫৫.০.০.০ ।যেহেতু ১৩ টি বিট অন করা হয়েছে, প্রথম ৮ বিটের জন্য ২৫৫, যেটা ক্লাস-এ এর ডিফল্ট, আর পরবর্তি ৫ বিটের জন্য ২৪৮ ।
আপনি দিয়েছেন ২৫৫.২৫৫.২২8.০ অর্থাৎ প্রথম ৮ বিটের জন্য ২৫৫,পরবর্তিতে আবার ৮ বিটের জন্য ২৫৫, এবং বাকি ৩ বিটের জন্য ২২8। তাহলে , মোট বিটের সংখ্যা দাঁড়ালো ১৯, কিন্তু আমাদের বিট তো ১৩ টি…..
কিভাবে হল আপনার টা জানাবেন একটু, ধন্যবাদ।