Posts in this series
- Mikrotik টিউটোরিয়াল সমূহ
- Mikrotik Bangla : Lecture-01 : মাইক্রোটিক কনফিগারেশন
- Mikrotik Bangla : Lecture-02: গেইটওয়ে হিসেবে মাইক্রোটিক সেটআপ করার পদ্ধতি
- Mikrotik Bangla : Lecture-03: Queqe তৈরি করার পদ্ধতি
- Mikrotik Bangla : Lecture-04: DHCP সাভার্র কনফিগার করা
- Mikrotik Bangla : Lecture-05: Bandwidth Control by Mikrotik
- Mikrotik Bangla : Lecture-06: মাইক্রোটিক দ্বারা Web Proxy কনফিগারেশন
- Mikrotik Bangla : Lecture-07:Mikrotik রাউটার Backup এবং Restore করার পদ্ধতি
- Mikrotik Bangla : Lecture-08:Mikrotik দ্বারা Hotspot সেটআপ করার পদ্ধতি
- Mikrotik Bangla : Lecture-09: Mikrotik এ Login user তৈরি করার পদ্ধতি
- Mikrotik Bangla : Lecture-10: Mikrotik Router এর পাসওয়ার্ড রিকভার করার পদ্ধতি
- Mikrotik Bangla : Lecture-11: Mikrotik Router এ টানেলিং কনফিগার করার পদ্ধতি(Site to site IPSec VPN Tunnel)
Mikrotik Queue হলো , আমরা যে ব্যান্ডউইথটা আইএসপি থেকে ক্রয় করিব তা ইন্টারনেট ব্যবহারকারীদের মাঝে সঠিকভাবে বিতরণ করার জন্য Queue তৈরি করা হয়। অর্থাৎ এক এক ইউজার এর ভিন্ন ভিন্ন পরিমাণ ব্যান্ডউইথ প্রয়োজন হতে পারে। তাই বিভিন্ন ইউজারকে কিভাবে বিভিন্ন পরিমাণ ব্যান্ডউইথ দেওয়া যায় Queue তৈরি করে ।
চলেন দেখি কিভাবে Simple Queue কনফিগার করা হয়
মনেকরি, আমাদের একটি নেটওয়ার্ক আছে। (১৯২.১৬৮.১.০/২৪) এখন আমাদের একটি Queue তৈরি করতে হবে যার আপলোড হবে ২৫৬ কেবিপিএস আর ডাউনলোড হবে ৫১২ কেবিপিএস
Upload – 256kbp
Download – 512kbps
Network- 192.168.1.0/24
চলুন দেখি কিভাবে এই Queue টি তৈরি করব
ধাপ-০১
প্রথমে Winbox এ লগ ইন করে মেনু বার থেকে Queues এ ক্লিক করতে হবে। তারপর “+” এ ক্লিক করলে simple queue এর ফরম আসবে।
Name: Name হলো যে ইউজার এর জন্য আপনি এই Queue টি তৈরি করছেন সেই ইউজার এর নাম ।
Target Address: Target Address এ আপনি যে আইপি/ ব্লক এর জন্য এই Queue টি তৈরি করছেন সেই এড্রেসটি দিবেন।
Target Upload: Target Upload হলো আইপি/ ব্লকটি কি পরিমাণ আপলোড করতে পারবে তা ডিফাইন করে দেওয়া
Target Download: Target Download হলো আইপি/ ব্লকটি কি পরিমাণ ডাউনলোড করতে পারবে তা ডিফাইন করে দেওয়া ।
সবশেষে apply করে OK করতে হবে।
1 Comment. Leave new
Thank You.